গরু পাচার : অনুব্রতর দেহ রক্ষীর ৬ মামাকে তলব করল সিবিআই

সিবিআইয়ের নজরে এবার অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ৬ মামার সম্পত্তি। গরুপাচার কান্ডে সায়গলের ৬ মামলা তলব করেছে সিবিআই। আজ ৬ মামার মধ্যে ৩ মামা হাজিরা দেন নিজাম প্যালেসে।

অনুব্রতের দেহরক্ষীর ৩ মামাকে সিবিআই ২ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন সায়গলের এক মামা। বাকি ২ মামার তরফ থেকে কোনও উত্তর আসেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে তলব করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy