ভুল করে বরফের নদীতে বিমান অবতরণ করালেন পাইলট, তারপর যা …ঘটলো?

রাশিয়ায় ভুল করে যাত্রীবাহী একটি বিমানকে বরফের নদীতে অবতরণ করিয়েছেন পাইলট। ঘটনার সময় বিমানটিতে ৩০ জন যাত্রী ছিল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশটির ইয়াকুতিয়া রাজ্যের কাছে এ ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

রুশ যোগাযোগ প্রসিকিউটর জানান, পোলার এয়ারলাইন্সের এন-২৪ মডেলের ওই বিমানটি ইয়াকুতিয়া রাজ্যের জাইরিয়াঙ্কার পাশে কোলিমা নদীতে নিরাপদে অবতরণ করে।

পূর্ব সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রোসিকিউটরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের পাইলটের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে।

প্রসিকিউটররা বরফের নদীতে বিমানটির অবতরণের ছবি প্রকাশ করেছে। অন্যদিকে ইজভেস্টিয়া সংবাদমাধ্যম বিমানটি থেকে নামা যাত্রীদের ছবি প্রকাশ করেছে।

পোলার এয়ারলাইন্সের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, এন-২৪ মডেলের বিমানটি জাইরিয়াঙ্কার বিমানবন্দরের পাশেই বরফের নদীতে অবতরণ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy