বিশ্বের সবচেয়ে বড় ওষ্ঠের মালকিন আন্দ্রিয়া ইভানোভা। না জন্মগত তিনি এই ঠোঁটের অধিকারী হননি। ‘পাউটি’ ঠোঁট পাওয়ার জন্য একের পর এক অস্ত্রোপচার করা ২৬ বছর বয়সী আন্দ্রিয়া বিশ্বখ্যাত হয়ে উঠেছেন।
এবার বড়দিনে নিজেকে নতুন উপহার দিলেন তিনি। নিজের গড়া বিশ্ব রেকর্ড ছাপিয়ে সার্জারির মাধ্যমে আরও বড় ওষ্ঠের মালকিন আন্দ্রিয়া ইভানোভা। এতে শরীরের উপর যেমন ঝক্কি গেল সেই সঙ্গে খরচ হল কয়েক হাজার পাউন্ড।
সৌন্দর্য বিশেষজ্ঞরা বলেন, মানুষের মুখের মধ্যে সবচয়ে গুরুত্বপূর্ণ চোখ আর ঠোঁট। চোখ এবং ঠোঁটের সৌন্দর্যেই মুগ্ধ হন অপর ব্যক্তি। সেই ঠোঁটকে আজব রূপ দিয়ে কয়েক বছর ধরেই খবরে আন্দ্রিয়া। এবারে ২০ হাজার পাউন্ড খরচ করে আরও পাউটি ঠোঁট পেয়েছেন ২৬ বছরের তরুণী। সেই ঠোঁটের চুমু নিলামে তুলতে চলেছেন তিনি। পুরু ঠোঁটের গভীর চুম্বন বেচেই বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর আন্দ্রিয়া।
বড় ঠোঁটের পর নতুন বছরে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন গাল পাওয়ার বাসনা রয়েছে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। বৃহত্তম গাল পাওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন। যদিও আগেও গালে অস্ত্রোপচার করিয়েছেন এই তরুণী। তবে এবারে আরও বড় গাল পেতে চান তিনি।
ইভানোভা ২০১৮ সালে তার মুখের উপর নান্দনিক পদ্ধতিগুলো করা শুরু করেন। তবে তার পরিবার এবং চিকিৎসকরা এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন। কারণ এসব অস্ত্রোপাচারের নানান পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
সূত্র: এনডিটিভি