দীর্ঘদিনের প্রেম ভেঙেছে। নতুন প্রেমিকও জুটে গিয়েছে কয়েক মাসেই, কিন্তু মন থেকে এখনও মোছেনি পুরনো প্রেমিকের দেওয়া আঘাত। তার প্রতিশোধ নিতেই ভয়ংকর কাণ্ড ঘটালো যুবতী।
বাড়িতে বর্তমান প্রেমিকের সঙ্গেই পরিকল্পনা করে ফেলল কীভাবে প্রাক্তন প্রেমিককে হাজতবাস করানো যায়। যেমন ভাবা, তেমন কাজ। প্রাক্তন প্রেমিকের গাড়িতে গিয়ে রেখে আসলেন গাঁজার প্যাকেট। তারপর নিজেই গিয়ে থানায় অভিযোগ জানালেন। পুলিশও প্রথমে বিশ্বাস করে নিয়েছিল যুবতীর কথা, তবে শেষে সত্যটা ফাঁস হওয়ায় উল্টো বিপদে পড়দে হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দরাবাদে। মঙ্গলবার পুলিশ ওই যুবতী, তার প্রেমিকসহ ৬ জনকে গ্রেফতার করে এক যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিযুক্ত ওই যুবতীর নাম অধোক্ষজা। তিনি তার বর্তমান প্রেমিক দীপকের সাথে মিলে প্রাক্তন প্রেমিক শ্রাবণকে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা শ্রাবণের গাড়িতে গাঁজা রেখে দেওয়ার পরিকল্পনা করে এবং পরে পুলিশকে খবর দেয়। তাদের চার বন্ধু অধোক্ষজা ও দীপককে এই পরিকল্পনাটি বাস্তবায়নে সহায়তা করে।
সংবাদমাধ্যম বলছে, ওই যুবতীর সঙ্গে শ্রাবণ নামের ওই যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই দীপক নামক আরেক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই যুবতীর। কিন্তু মন থেকে মুছে যায়নি শ্রাবণ।
বিশেষ করে তার সম্পর্ক ভেঙে দেওয়ার অপমান মেনে নিতে পারেননি অধোক্ষজা। আর সেই অপমানের প্রতিশোধ নিতেই শ্রাবণকে মিথ্যা মামলায় ফাঁসানোর ছক কষেন ওই যুবতী। এই পরিকল্পনায় তাকে সহায়তা করে বর্তমান প্রেমিকসহ চার বন্ধু।
পরিকল্পনা অনুযায়ী গত সোমবার অধোক্ষজা শ্রাবণের সঙ্গে যোগাযোগ করে এবং অতীত ভুলে নতুন করে বন্ধুত্ব শুরুর প্রস্তাব দেয়। একপর্যায়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে একটি পার্কে দেখা করতে ডাকে শ্রাবণকে। পার্কের সামনে পৌঁছাতেই শ্রাবণের গাড়িতে উঠে বসে অধোক্ষজা, তার নতুন প্রেমিক দীপক ও চার বন্ধু।
অধোক্ষজা গাড়িতে কথায় কথায় ব্যস্ত রাখে শ্রাবণকে। এই ফাঁকে গাড়ির সিটের নিচে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখে বন্ধুরা। পরে তারা গাড়ি থেকে নেমে যান। আর এরপর অধোক্ষজা সোজা হাজির হন জুবিলি হিলস পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে অভিযোগ করেন, পার্কের সামনে একটি গাড়িতে গাঁজা বিক্রি করা হচ্ছিল। শ্রাবণের গাড়ির নম্বরও দেন পুলিশকে।
এদিকে সকলের একসঙ্গে আসা এবং অধোক্ষজার এলোমেলো কথাতেই সন্দেহ হয় ওই যুবকের। পরে গাড়িতে ভালোভাবে খোঁজাখুঁজি করতেই সাজানো গাঁজার প্যাকেট উদ্ধার করেন তিনি। এরপরে আর বুঝতে সমস্যা হয়নি। সঙ্গে সঙ্গে শ্রাবণও জুবিলি হিলস থানায় যান এবং গোটা ঘটনা খুলে বলেন।
এরপরে মঙ্গলবার পুলিশ বিষয়টি তদন্ত করে এবং জানতে পারে, ওই যুবতী তার প্রেমিক এবং বন্ধুদের সাথে নিয়ে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই কাজ করেছে। পুলিশ মঙ্গলবার ওই যুবতী, তার বয়ফ্রেন্ড ও বন্ধুদের জিজ্ঞাসাবাদও করে। আর তখনই সত্যিটা পরিষ্কার হয়।
জিজ্ঞাসাবাদে ওই যুবতী জানায়, সম্পর্কে থাকাকালীন শ্রাবণ তার চরিত্র নিয়ে কথা বলত। আর তার প্রতিশোধ নিতেই তাকে মিথ্য়া মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেন ওই যুবতী।
সূত্র:টিভি৯বাংলা