আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৯৩৯- তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।
১৯৪৫- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
১৯৭১- মৌলভীবাজারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
১৯৭৪- বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
১৯৭৯- ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।
জন্ম:
১৮২২- জীবাণুতত্ত্ববিদ লুই পাস্তুর।
১৯২৬- বাঙালি গীতিকার জেব-উন-নেসা জামাল।
১৯২৭- বাঙালি সুরকার সুবল দাস।
১৯৩২- বাঙালি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়।
১৯৩৫- বাংলাদেশি কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক।
সালমান খান
ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন। আসল নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। ত্রিশ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অভিনয়ের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার। ফোর্বস সাময়িকীর ২০১৮ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ১০০ তারকার মধ্যে সালমান খান ৮২তম। তার জনপ্রিয় সিনেমার মধ্যে আছে- দাবাং, রেডি, এক থা টাইগার, কিক, সুলতান, টাইগার জিন্দা হ্যায়, তেরে নাম, পার্টনার, বডিগার্ড, দাবাং, রেডি, বজরঙ্গি ভাইজান, সুলতান ইত্যাদি। ২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের মাদাম তুসো জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসেবে সালমান খানের মোমের মূর্তি স্থাপিত হয়।
মৃত্যু:
১৯১৫- শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১৯৭৯- বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক মণীশ ঘটক।
১৯৮৭- কথাসাহিত্যিক মনোজ বসু।
১৯৮৮- রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দ।
১৯৯২- প্রখ্যাত সংগীত শিল্পী,সুরকার ও সংগীত নির্দেশক ধনঞ্জয় ভট্টাচার্য।