ঘরোয়া ক্রিকেটে নেই রানের দেখা, দক্ষিণ আফ্রিকায় রাহানাকেই মিস করছেন গাভাসকর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম দিন ভারতীয় ব্যাটিং ধুয়ে-মুছে দিয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার কাগিসো রাবাডা। তিনি ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, এবং শার্দুল ঠাকুরকে উইকেট তুলে নিয়ে ভারতের কোমর ভেঙে দিয়েছেন। দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২০৮ রান। কেএল রাহুলই একমাত্র হাফসেঞ্চুরি করে ভারতের হাল ধরতে পেরেছেন।
প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর এদিন টিম ইন্ডিয়ার হাল দেখে অজিঙ্কা রাহানের অনুপস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। রাহানেকে ২০২২ সালের প্রথম দিকে চেতেশ্বর পূজারার সঙ্গে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে ২০২৩ সালে আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করে রাহানে আবারো ভারতীয় দলের জন্য আলোচনায় উঠে এসেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য রাহানেকে দলে রাখা হয়নি।
গাভাসকর মনে করেন, রাহানের বিদেশে খেলার ভালো অভিজ্ঞতা আছে। তিনি জোহানেসবার্গ টেস্টে ভারতকে জয় এনে দিয়েছিলেন। তাই রাহানেকে দলে না রাখা ভারতের জন্য বড় ভুল ছিল।