BigNews: উদয়পুর ‘দর্জি হত্যা’ আশঙ্কা ‘পাকিস্তান’ যোগের! তদন্তে নামলো NIA

রাজস্থানের উদয়পুরের পেশায় দর্জি কানাইয়া লাল বিজেপির সাস্পেন্ডেট নেত্রী নুপুর শর্মার মন্তব্যকে সমর্থন করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। নূপুরের সমর্থনে মুখ খুলেছেন অনেকেই। উদয়পুরের কানাইলাল-ও নূপুরকে সমর্থন করেছিল।যার শাস্তিস্বরূপ এভাবে কুপিয়ে মারা হল তাকে।ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন।ধৃতদের নাম রিয়াজ আখতার ও মহম্মদ গোশ।
আর এবার সেই হত্যাকাণ্ডের তদন্তভার গেলো কেন্দ্রীয় তদনন্তকারী সংস্থা NIA র কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই হত্যাকাণ্ডের তদন্ত ভার নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এইআইএকে। মূলত এই ঘটনায় কোনও সংগঠন অথবা আন্তর্জাতিক কোনও যোগ আছে কিনা তা ভালো করে ক্ষতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত,এই ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলাত। তিনি বলেন, পুলিশকে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ জানায়, আজ বিকেলে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে কানাইয়ালালের টেলারিং-এর দোকানে প্রবেশ করে। তাদের মধ্যেই একজনের হাতে নিহত হন কানাইয়ালাল। শিউরে ওঠার মতোন এই ঘটনার প্রতিবাদ করছেন আসাউদ্দিন ওয়াইসি। এবিষয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। গাজি স্পিরিটের প্রকাশ স্বরূপ এই মারাত্মক ঘটনার প্রতিবাদে মুখর দেশবাসী। ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে সরব সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।