দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার! ‘মিঠাই’ সৌমিতৃষাকে ধুয়ে দিলেন ‘তোর্সা’ ওরফে তন্বী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের তোর্সা চরিত্রের অভিনেত্রী তন্বী লাহা রায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি একটি দীর্ঘ স্টোরিতে লিখেছেন, “প্রিয় অভিনেতা/অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় অনফলো করে দেওয়া। পোস্টে আনকোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছন। জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে। তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন? কোলাব করেছিলেন? যার গায়ে লাগবে তার জন্যেই এই পোস্টটা। তাও চাইবো আরও ভালো হোক। ঈশ্বর আশীর্বাদ করুক।”
তন্বী কার উদ্দেশ্যে এই পোস্টটি লিখেছেন তা স্পষ্ট উল্লেখ করেননি। তবে নেটিজেনদের একাংশের অনুমান, তিনি মিঠাইয়ের মুখ্য চরিত্র সৌমিতৃষা কুণ্ডুকেই উদ্দেশ্য করে লিখেছেন। এর আগেও সোশ্যাল মিডিয়া ইউজারদের একাংশ দাবি করেছিলেন, টলিউডে পা রাখতেই অহংকার বেড়ে গিয়েছে সৌমিতৃষার। এবার তন্বীর পোস্টের পর সেই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

মিঠাই শেষ হতে না হতেই টলিউডে কাজের সুযোগ পেয়ে যান সৌমিতৃষা। সুপারস্টার দেবের হাত ধরে সদ্য সিনেদুনিয়ায় পা রেখেছেন তিনি। বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘প্রধান’। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ডেবিউ করলেন সৌমিতৃষা। দেখা যাক, টেলিভিশনের মতো সাফল্য তিনি টলিউডেও পান কিনা।
তবে, সৌমিতৃষা এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।