“ওম ভীষণ রুড, অসভ্য”, সহ অভিনেতাকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী তৃণা সাহা!

সম্প্রতি স্টার জলসার ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে নায়িকা বদলানো হয়েছে। নবাগতা তৃণা সাহার অভিনয়ে দর্শকদের মধ্যে কিছুটা হলেও সংশয় ছিল। তবে অভিনেত্রীর অভিনয়ের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, শ্রাবণ ওমকারের দ্বিতীয় বিয়ের তোরজোড় করছে। সে নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা করতে চায়। তবে ওমকার চায় না শ্রাবণ অন্য কারোর সঙ্গে নতুন করে সংসার পাতুক।

পর্দায় দু’জনের মধ্যে ভালোবাসার টান ভীষণ। তবে বাস্তবে দুই তারকার মধ্যে সম্পর্ক কেমন?

‘লাভ বিয়ে আজকাল’ নায়ক-নায়িকার বন্ধুত্ব অনেকদিনের। বাস্তব জীবনে বেশ ভালো সখ্যতা রয়েছে ওম-তৃণার। সেই কারণে অল্প সময়ের মধ্যেই পর্দাতেও জমে উঠেছে তাঁদের রসায়ন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দার স্বামীকে নিয়ে মুখ খোলেন তৃণা। তিনি বলেন, “ওম আমার পুরনো বন্ধু। তাই আমাদের দু’জনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। সেই জন্য অল্প সময়ের মধ্যে সিরিয়ালে রসায়নটা জমে উঠেছে। চেনা বন্ধুর সঙ্গে কাজ করার এটাই সুবিধা।”

তৃণা বলেন, “ওম ভীষণ রুড, অসভ্য। কোনও কথা বললে ও শুনতে চায় না।” যদিও এরপর জড়িয়ে ধরে বলেন, “চুপি চুপি বলতে অবশ্য শোনে।”

ওম বলেন, “ক্লজে যা কিছু লেখা ছিল ও সবকিছু করে ফেলেছে। তবে এটা বলতে পারি তৃণা আসার পর সিরিয়ালটা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।”

দর্শকরাও তৃণার অভিনয়ের প্রশংসা করেছেন। অনেকেই মনে করেন, তৃণা আসার পর ধারাবাহিকটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।