এক সন্তানের মা হয়ে একি? পূজার নতুন ভিডিও দেখে কটাক্ষ করতে ছাড়লেন না নেটিজেনরা

টলিউড এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সম্প্রতি নেটপাড়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী বিকিনি টপ এবং স্কার্ট পরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। এই পোশাকে তাঁর ঊর্ধ্বাঙ্গ অনেকটাই অনাবৃত।
ভিডিওটি পোস্ট করার পর থেকেই নেটিজেনদের কাছ থেকে সমালোচনায় মুখ থুবড়ে পড়েছেন পূজা। কেউ তাঁকে ‘অসভ্য মহিলা’ বলেছেন, কেউ বলেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে, এক ছেলেও আছে, এরপরেও এমন পোশাক পরে ভিডিও বানানো ঠিক নয়’।
তবে নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের মতো করেই চলছেন পূজা। তিনি জানান, তিনি নিজের পোশাক এবং ব্যক্তিগত জীবন নিয়ে অন্য কারোর মতামত নিতে বাধ্য নন।
View this post on Instagram
পূজা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং হিন্দি দুটি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সফল অভিনেত্রী। তিনি ‘দেবো কে দেব মহাদেব’, ‘ডান্স বাংলা ডান্স’, ‘জগদম্বা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেছেন।
আসন্ন ছবি ‘সিনেমা সিনেমা’য় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।