সালমানের সঙ্গে শুটিং শেষ হতেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী, অতঃপর….

‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা দিয়ে বলিউফড পেয়েছিল নতুন এক জুটি, সালমান খান ও ভাগ্যশ্রী। সুপারহিট তকমার পাশাপাশি দুজনে দারুণ প্রশংসাও পায়। ছবিতে ভাগশ্রীর সঙ্গে সালমানের সমীকরণ যেমন বেশ পোক্ত হয়ে গিয়েছিল, ঠিক তেমনই আবার ভাগ্যশ্রীর জন্যই কোণঠাঁসা হতে হয় সালমানকে।
প্রথম সিনেমার নায়িকা যখন ছবি ছেড়ে বিয়ের সিদ্ধান্ত নেয় তখন বেজায় সমস্যা তৈরি হয়। কারণ একশ্রেণি মনে করেছিলেন অভিনয়ে সালমান খানের থেকেও বেশি এগিয়ে ছিলেন ভাগ্যশ্রী। ফলে সালমানের কাছে সিনেমার প্রস্তাব আসা রাতারাতি কমে যায়।
তবে সিনেমা মুক্তির আগেই ভাগ্যশ্রীকে নিয়ে খুব সমস্যায় পড়তে হয় সালমান খানকে। সিনেমাটির শুটিং শেষ করা মাত্রই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভাগশ্রী। তখনও সিনেমা মুক্তি পায়নি। তার আগেই অন্তঃসত্ত্বা হয়ে যান ভাগশ্রী। ঠিক তখনই সিনেমার পোস্টার শুট করার সিদ্ধান্ত নেওয়া হয়। যখন সেটে ভাগ্যশ্রী আসেন, তখন সালমান লক্ষ্য করেছিলেন যে তিনি বেশ ওজন বাড়িয়েছিলেন। যা দেখে সালমান বলেও ছিলেন যে — তুমি বেশ মোটা হয়ে গিয়েছ। ছবির লুকের থেকে বেশ কিছুটা আলাদা দেখতে লাগে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী তার প্রথম সিনেমা নিয়ে এমনই এক গল্প শেয়ার করেন সবার সঙ্গে।