YouTube এর জনপ্রিয় ১০ চ্যানেল, বছর শেষে দেখেনিন এই মুহূর্তের সেরার তালিকা

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব বিশ্বজুড়ে মানুষের বিনোদনের খোরাক মেটাতে পারে খুব সহজেই। সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে। যেসব চ্যানেলে রয়েছে কোটি কোটি সাবস্ক্রাইবার, কোটি কোটি ভিউ। তবে জানেন কি, ২০২৩ সালে কোন চ্যানেলগুলো সাবস্ক্রাইবারের দিক থেকে এগিয়ে আছে?

চলতি বছরে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার যেসব ইউটিউব চ্যানেলে-

টি-সিরিজ: ২৫ কোটি ৪০ লাখ
মিস্টারবিস্ট: ২১ কোটি ৭০ লাখ
কোকোমেলন: ১৬ কোটি ৮০ লাখ
সনি এন্টারটেইনমেন্ট: ১৬ কোটি ৫০ লাখ
কিডস ডিয়ানা শো: ১১ কোটি ৫০ লাখ
লাইক নাস্টিয়া: ১১ কোটি ১০ লাখ
পিউডিপি: ১১ কোটি
ভলাদ এবং নিকি: ১০ কোটি ৬০ লাখ
জি মিউজিক: ১০ কোটি ২০ লাখ
ডব্লিউডব্লিউই: ৯৭ লাখ ৯ হাজার