হৃতিকের জন্য বেড়েছে খরচ, ‘বিক্রম বেদা’ ছবি নিয়ে মাথায় হাত প্রযোজকের

ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর থেকেই হৃতিক রোশনের ‘বিক্রম বেদা’। সূত্রের খবর অনুযায়ী পরিচালক এই ছবির জন্য উত্তর প্রদেশের কিছু জরাজীর্ন গলিতে শুটিং করার জন্য আগ্রহী ছিলেন। তবে বলিউড তারকা হৃতিক পরিচালকের এই পরিকল্পনা নাকচ করে দেন।

পুনরায় তিনি দুবাইয়ে সেট তৈরী করে সেখানে শুট করার অনুরোধ করেন। আর সেই কারণেই ছবির বাজেট বেড়ে যায় অনেকটাই। তাই মনে করা হচ্ছে ছবি মুক্তি পাওয়ার পর যদি হিট না হয় তবে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে প্রযোজককে।

ইতিমধ্যে বিক্রম বেদা’র বেদা লুক সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। হৃত্বিকের বেদা লুক প্রশংসা কুড়িয়েছে অজস্র। এমনকি অভিনেতার প্রশংসায় মেতেছিলেন বিক্রম বেদা’র তামিল ছবির বেদা চরিত্রে থাকা আর মাধবন। ”হৃত্বিকের মতো হতে চাই” প্রকাশ্যে মন্তব্য করেছিলেন অভিনেতা আর মাধবন। এবার বেদা লুক প্রকাশ্যে আসার ঠিক এক মাস পর সামনে এলো ‘বিক্রম’ ওরফে সইফের লুক।ছবিতে তাঁর লুক কেমন হবে সেই নিয়ে চুড়ান্ত জল্পনা তৈরি হয়েছিল বলি ইন্ডাস্ট্রিতে। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ‘বিক্রম’ ওরফে সইফের লুক।