লোকসভা ভোটের আগে সস্তা হবে মুসুর ডাল, বড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার

আম জনতার মুখে হাসি ফোটাতে মুসুর ডাল ও ভোজ্য তেলের দাম কমানোর লক্ষ্যে আমদানি শুল্ক ছাড় বাড়াল কেন্দ্র। চলতি বছরের অক্টোবর থেকে মুসুর ডালে আমদানি শুল্ক ছাড় দিচ্ছিল সরকার। যা 2024-র মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তিন মাস আগেই 21 ডিসেম্বর শুল্ক ছাড়ের নতুন বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, 2025-র 31 মার্চ পর্যন্ত মুসুর ডালে আমদানি শুল্কে ছাড় দিচ্ছে সরকার। অর্থাৎ ওই বছরের মার্চ পর্যন্ত মুসুর ডাল আমদানির ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হবে না।
এছাড়াও, পরিশোধিত সয়াবিন অয়েল ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক 17.5 শতাংশ থেকে কমিয়ে 12.5 শতাংশ করে কেন্দ্র। আগামী বছরের মার্চ পর্যন্ত যা বহাল থাকবে বলে জানিয়েছিল মোদী সরকার। এবার সেই মেয়াদ বেড়েছে 2025-র 31 মার্চ পর্যন্ত।
গত নভেম্বরে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার বেড়েছিল। ফলে বেশ কিছু খাদ্যদ্রব্যের দাম হু হু করে বাড়তে শুরু করে। সেই তালিকায় ছিল মুসুর ডালও। এবছরের নভেম্বরে ডালের মুদ্রাস্ফীতির হার বেড়ে 20.23 শতাংশে দাঁড়িয়েছে। যা অক্টোবরে ছিল 18.79 শতাংশ।
মুসুর ডালের দামে বড় বদল লক্ষ্য করা যায়নি। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, 2022-র ডিসেম্বরে খুচরো বাজারে মুসুর ডালের গড় দাম ছিল কেজি প্রতি 94.83 টাকা। এবছরের ডিসেম্বরে খুচরো বাজারে এই ডালের দাম বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি 97.28 টাকা। তবে সর্বোচ্চ দাম রয়েছে 120 থেকে 154 টাকা প্রতি কেজি। অর্থাৎ প্রায় 14 শতাংশ দাম বেড়েছে।
ভোজ্য তেলের ক্ষেত্রেও দাম নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সূর্যমুখী তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। ফলে সরকার আমদানি শুল্ক কমিয়ে দেয়। এরপর থেকে দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
আগামী বছর হবে লোকসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে জাতীয় স্তরে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সরকার। বিশেষজ্ঞদের দাবি, এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। সেই কারণেই মুসুর ডাল ও ভোজ্য তেলের আমদানি শুল্কে বড় ছাড়ের ঘোষণা করল অর্থ মন্ত্রক।