দীপিকার বুকে মুখ রেখে ‘ইশক’ হৃতিকের, ‘ফাইটার’-এর গানে নতুন গানে মুগ্ধ ফ্যানেরা

যেমনি দীপিকা পাড়ুকোন, তেমনি হৃতিক রোশন। একজন বলিউডের ‘গ্রিক গড’, অন্যজন সুন্দরী ‘মস্তানি’। ‘ফাইটার’ সিনেমার নতুন গানে দুজনের অনস্ক্রিন রসায়ন যেন সমুদ্রের নোনা জলেই ‘ইশক’-এর তীব্র আগুন ধরিয়েছে।
‘ফাইটার’ সিনেমার প্রথম ঝলক থেকেই দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন নজর কেড়েছেন। এক ফ্রেমে দুই তারকাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। ‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করছেন হৃতিক। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিনাল রাঠোর ওরফে মিন্নি। বায়ুসেনার পোশাকেই মন জয় করেছিলেন দুজন। তবে নতুন এই গানে হৃতিক বেয়ার বডি লুকে, আর দীপিকা রয়েছেন বোল্ড বিকিনিতে।

‘পাঠান’ ছবিতে গেরুয়া বিকিনিতে ‘বেশরম’ হয়েছিলেন দীপিকা। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। তবে সেই পর্ব এখন অতীত। আর ফের বোল্ড মেজাজে বলিউডের ‘মস্তানি’। সিক্সপ্যাকে তাকে টেক্কা দিচ্ছেন হৃতিক রোশনও। কখনো সমুদ্রের নীল জলে, আবার কখনো সাদা বালিতে শুয়ে চুটিয়ে রোম্যান্স তারকা জুটির।

বিশাল-শেখরের সঙ্গীত পরিচালনায় ‘ইশক জ্যায়সা কুছ’ গানটি গেয়েছেন বিশাল, শেখর, শিল্পা রাও মেলো ডি। গানের কথা লিখেছেন কুমার। ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সানজিদা শেখ, তালাত আজিজ, সঞ্জীব জয়সওয়াল।