AI: মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারে এআই, ভবিষৎ বাণীর ফলাফল দেখে চমকে গেলো বিজ্ঞানীরা

মৃত্যু একটি অনিশ্চিত বিষয়। কেউ জানে না কবে তার মৃত্যু হবে। কিন্তু এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেই অনিশ্চয়তা দূর করতে সক্ষম হয়েছে। ডেনমার্কের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন একটি এআই মডেল যা মানুষের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করতে পারে।
গবেষকরা ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সংগৃহীত ডেনমার্কের ৬০ লাখ নাগরিকের স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের তথ্য বিশ্লেষণ করেছেন। নাগরিকদের শিক্ষা, আয়, পেশার তথ্য এবং তাদের কতবার ডাক্তার দেখাতে হয়েছে, কতবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, বিভিন্ন স্বাস্থ্যগত চিকিৎসার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। এরপর সেই তথ্যভাণ্ডারকে গবেষকেরা শব্দে রূপান্তরিত করেছেন এবং সেগুলো ‘লাইফটুভেক’ নামে একটি বৃহৎ ভাষাভিত্তিক এআই মডেলে যুক্ত করেছেন।
গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, তাদের দেওয়া তথ্য ব্যবহার করে এআই মডেলটি মানুষের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারে কিনা। এ জন্য ৩৫ থেকে ৬৫ বছর বয়সী একদল মানুষের তথ্য সংগ্রহ করেন গবেষকেরা। এই ব্যক্তিদের অর্ধেকের ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মৃত্যু হয়েছিল। তাদের তথ্য দিয়ে, কারা বেঁচে আছে আর কারা মারা গেছে, তার ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল এআই মডেলটিকে। ফলাফল আসে চমকে দেওয়া। ৭৮ শতাংশ ক্ষেত্রে সঠিক ভবিষ্যদ্বাণী করেছে এআই।
গবেষকরা বলছেন, এই গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মানুষের জীবনকে বিভিন্ন ঘটনার একটি দীর্ঘক্রম হিসেবে বিবেচনা করা সম্ভব। মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে, সেগুলোর একটি ক্রম রয়েছে। সেই ক্রম বিশ্লেষণ করে এআই মডেলটি মৃত্যুর ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছে।
লাইফটুভেকের ভবিষ্যদ্বাণীতে ধরা পড়েছে, সমাজের নেতৃত্ব স্থানে থাকা বা উচ্চ আয়ের ব্যক্তিদের বেশিদিন বাঁচার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, পুরুষ, দক্ষতা বেশি থাকা বা মানসিক রোগ থাকলে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।
গবেষকরা বলছেন, এই গবেষণার ফলাফল চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ফলাফলের সাহায্যে চিকিৎসকরা রোগীদের মৃত্যুঝুঁকি সম্পর্কে সঠিকভাবে ধারণা পাবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন।