Online Result : এবার ৫ম থেকে ৯ম শ্রেণির ফলাফলও দেখা যাবে অনলাইনেই, চালু নতুন পোর্টাল

বিষ্ণুপুরের কীর্তিবাস মুখার্জি হাইস্কুল পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ করে দিল। এটি পশ্চিমবঙ্গের প্রথম স্কুল যা এই উদ্যোগ গ্রহণ করেছে।
এই ব্যবস্থার অধীনে, পরীক্ষার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হবে। রেজাল্ট বার হওয়ার পর স্কুলের দেওয়া একটি লিঙ্কে সেই নম্বর ও নাম টাইপ করলেই বাড়িতে বসে ছাত্রছাত্রীরা বা দূরে থাকা আত্মীয় বন্ধুরাও দেখতে পারবেন সেই ফলাফল।
স্কুলের জীববিদ্যার শিক্ষক রমাপ্রসাদ চৌধুরী এই উদ্যোগের নেপথ্য কান্ডারি। তিনি জানান, অনলাইনে ফলাফল দেখার সুবিধা পাওয়ার জন্য তিনি উদ্যোগ নেন। আর এই প্রযুক্তিগত উন্নতির জন্য এগিয়ে আসেন তাঁর প্রাক্তন ছাত্ররা।
কী ভাবে দেখা যাবে ফলাফল?
বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জীবনের দুটি বড় পরীক্ষার ফলাফলই দেখা যায় অনলাইনে। এক্ষেত্রে স্বীকৃত ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য দিলেই জানা যায় ফলাফল।
বিষ্ণুপুর কীর্তিবাস মুখার্জি হাইস্কুলের তরফে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার হবে। স্কুলের পোর্টালে সেই রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হলেই জানা যাবে ফলাফল।
স্কুলের সভাপতি মনোদীপ্ত চৌধুরী জানান, স্কুলের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সুযোগ মিলেছে। এর ফলে স্কুলের পড়ুয়াদের সার্বিক বিকাশের ক্ষেত্রে উন্নতি হবে। তিনি আরও বলেন, ‘এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। আমরা মনে করি পড়ুয়াদের এবং তাঁদের অভিভাবকদের এক্ষেত্রে উন্নতি হতে চলেছে। এই উদ্যোগ সাফল্য পেলে অন্যান্য স্কুলগুলিও এই পথে হাঁটতে পারবে।’