মন্দার ঝুঁকিতে ইংল্যান্ডের অর্থনীতি, বিশেষজ্ঞদের বাড়াচ্ছে উদ্বেগ

বিশ্ব অর্থনীতিতে চলমান সংকটের প্রভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাজ্যের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ক্রমাগত কমছে উৎপাদিত পণ্যের চাহিদাও। ফলে দেশটির অর্থনীতি খুব অল্প সময়ের মধ্যেই মন্দার মুখে পড়তে পারে বলে আশঙ্কা।
শুক্রবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটির জিডিপি এ বছর সংকুচিত হয়ে মন্দার সৃষ্টি হবে।

প্রতিবেদনে বলা হয়, তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি প্রায় শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। এদিকে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, ছোট কোম্পানি, ফিল্ম প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন এবং টেলিকমিউনিকেশন এবং আইটি সেক্টরের ব্যবসা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে।

এদিকে দেশের অর্থনীতির এ পরিস্থিতিতে আবারো চাপে পড়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে এ বছরের সামান্য মন্দা আগামী ২০২৪ সালে যুক্তরজ্যের অর্থনীতিক প্রবৃদ্ধিকে স্তব্ধ করে রাখবে।

প্রকাশিত প্রতিবেদনে শ্রমবাজারের তথ্যে দেখা গেছে, নতুন কর্মসংস্থানের সংখ্যা কমেছে, পাশাপাশি বেকারের সংখ্যাও কিছুটা বেড়েছে। এতে বোঝা যায় যুক্তরাজ্যের ব্যবসাগুলো নতুন কর্মীদের নিয়োগ ও পুরনো কর্মীদের ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। যদিও দেশটির সামগ্রিক বেকারত্বের হার এখনো ৪ দশমিক ২ শতাংশ। মন্দার সময় বেকারত্ব বাড়ার কারণ হচ্ছে কোম্পানিগুলি নিজেদের খরচ কমিয়ে দেয়। এর ফলে স্নাতক এবং স্কুল ছুটির সময়ে শিক্ষার্থীদের কাজ পাওয়া কঠিন হয়ে পড়বে।