প্রকাশ্য দিবালোকে শ্যুটআউট, প্লাস্টিক ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা

শুক্রবার বিকেলে মালদার ইংরেজবাজারের সুস্থানী মোড়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী। তখন পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর বাঁ কাঁধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসা সংক্রান্ত গন্ডগোলের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। জাতীয় সড়ক ও লাগোয়া দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। সুস্থ হলে আক্রান্ত ব্যবসায়ীকে জেরা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।