তালিকায় নেই রাহুলের নাম! রাম মন্দিরে আমন্ত্রিত সোনিয়া-খাড়গে-অধীর, আর থাকবেন কারা?

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন সোনিয়া গান্ধী। তিনি আদৌ অনুষ্ঠানে যাবেন কি না, তা ঠিক করবে কংগ্রেসের হাইকমান্ড। ২২ জানুয়ারি এই নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।
২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এই আমন্ত্রণে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী ইত্যাদি নেতারা রয়েছেন। যদিও রাহুল গান্ধীর কাছে পৌঁছয়নি আমন্ত্রণপত্র।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, “দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমরা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর আদৌ অনুষ্ঠানে যাবেন কি না, তা ঠিক করবে হাইকমান্ড। ২২ জানুয়ারি এই নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।”
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, “সোনিয়া গান্ধী এই আমন্ত্রণ নিয়ে অত্যন্ত ইচিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। হয় তিনি ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না হয় কোনও প্রতিনিধি দলকে পাঠাবেন। এই নিয়ে কোনও আপত্তি থাকার তো কথা নয়।”
রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচ ডি দেবেগৌড়া। এছাড়াও কাশী বিশ্বনাথ মন্দির, বৈষ্ণদেবী মন্দির, বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা, কেরালার মাতা অমৃতানন্দময়ী, যোগগুরু বাবা রামদেব, অভিনেতা রজনীকান্ত, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অরুণ গোভিল, অক্ষয় কুমার, অনুপম খের চিরঞ্জীবী, মহোনলাল, ধনুশ এবং ঋষভ শেট্টি, পরিচালক রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনসালি, রোহিত শেট্টি, মধুর ভন্ডারকর, শিল্পপতি মুকেশ আম্বানি, অনীল আম্বানি, চিত্রকর বাসুদেব কামাত এবং ইসরো ডিরেক্টর নীলেশ দেসাই।
বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার মূল রীতি পালন করবেন। জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত অযোধ্যায় পালিত হবে অমৃত মহোৎসব।