Christmas: বড়দিনে রাস্তা আটকে কেক বিলি! বন্ধের নির্দেশ দিলো হাইকোর্ট

হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাস্তা বন্ধ করে কেক বিতরণ অনুষ্ঠান করা যাবে না। যোধপুর পার্কে একটি কেক বিতরণ অনুষ্ঠানের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে থাকার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়-সহ অন্যান্যদের।

এই মামলায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বলেছেন, “বড়দিন তো শুধু এই রাজ্যের অনুষ্ঠান নয়। করতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন।” কারও নাম না-করে আদালত আরও বলেছে, “আপনি স্লাম এরিয়ায় গিয়ে এ সব করুন। এ ভাবে স্কুলের সামনে রাস্তা আটকে এটা করা যাবে না। আপনি খুব বড় মানুষ। রাজ্যের বাইরে গিয়ে এমন প্রোগ্রাম করুন।”

কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ এই কেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু স্থানীয় কিছু মহিলা অনুষ্ঠানের নামে রাস্তা বন্ধ রেখে দুর্ভোগের অভিযোগ তুলে মামলা করেন।

হাইকোর্টের নির্দেশের পরে কেক বিতরণের অনুষ্ঠানটি ওই দিন ওই সময়েই কাটজুনগর জল প্রকল্পের শিলান্যাস মঞ্চে হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। আদিবাসী, ডোমবস্তি-সহ ১৪টি বস্তির শিশু-কিশোর-কিশোরীদের এক পাউন্ড করে কেক দেবেন মেয়র ফিরহাদ হাকিম।