DA-র দাবিতে ‘নবান্নের দোরগোড়ায়’ সরকারি কর্মীদের একাংশ, শুরু বিক্ষোভ প্রদর্শন

বড়দিনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেন। কিন্তু, এই ঘোষণার পরও সন্তুষ্ট নন DA আন্দোলনকারীরা।
শুক্রবার সাত সকালে নবান্ন বাসস্ট্যান্ডে হাজির হন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। সেখানে তারা ধরনা কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচির জন্য বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থার অনুমতি দিয়েছিলেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশ তাদের ধরনা কর্মসূচিতে সহযোগিতা করছে না। তাদের বলা হয়েছে, রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে। সেই নির্দেশ সামনে আসুক। তারপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
নবান্ন বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের কেউ কেউ প্ল্যাকার্ড হাতে বসে পড়েন। তারা কেন্দ্রীয় হারে DA-র দাবিতে অনড়।
ইতিমধ্যেই, ইউনিটি ফোরাম, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারি পরিষদের মতো রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি জানিয়ে দিয়েছে যে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আইনি লড়াইও চলবে। আপাতত DA মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ জানুয়ারি থেকে এই বর্ধিত DA পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ ৩০ জানুয়ারি তাঁরা যে বেতন পাবেন তার সঙ্গে এই অতিরিক্ত DA পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীরা এবং সমস্ত সরকারি কর্মীরা সরকারের এই ঘোষণার প্রেক্ষিতে নির্দিষ্ট সুবিধা পাবেন।