Yatri Sathi App-এ বুক করা যাবে অ্যাম্বুল্যান্সও, যুক্ত হলো নতুন পরিষেবা
December 22, 2023

কলকাতার সরকারি পরিবহণ দফতরের ‘যাত্রী সাথী’ অ্যাপে এবার অ্যাম্বুল্যান্স বুকিংয়ের সুবিধা চালু হতে চলেছে। নতুন বছরের শুরু থেকেই এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে।
অ্যাম্বুল্যান্স বুকিংয়ের ক্ষেত্রে প্রতি ১০ কিলোমিটারের জন্য নন-এসিতে ১ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এসি-তে ভাড়া হবে ১,২০০ টাকা। দূরত্ব ১০ কিলোমিটারের বেশি হলে ২০ টাকা করে প্রতি কিলোমিটারে দিতে হবে রোগীর পরিবারকে।
অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্সে রোগীকে ১০ কিলোমিটার নিয়ে যাওয়ার জন্য ৩,৫০০ টাকার বেশি ভাড়া নেওয়া যাবে না। এরপর কিমি পিছু সর্বোচ্চ ভাড়া হবে ৬৫ টাকা।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “অ্যাম্বুলেন্স বুকিংয়ের ক্ষেত্রে ন্যায্য মূল্য নিশ্চিত করতে যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করা হবে। এতে রোগীর পরিবারের হয়রানি অনেক কমবে।”