FREE-তেই বাড়িতে বসেই হবে গ্যাসের KYC, জেনে নিন সহজ পদ্ধতি

সরকারের নির্দেশ অনুযায়ী, 31 ডিসেম্বরের মধ্যে গ্যাসের ই-কেওয়াইসি না করলে ভর্তুকি পাওয়া যাবে না। এই কারণে সারা দেশে গ্রাহকদের মধ্যে ই-কেওয়াইসি করার উদ্বেগ বাড়ছে। অনেকেই গ্যাসের ডিলারদের কাছে লম্বা লাইনে দাঁড়িয়ে ই-কেওয়াইসি করছেন। তবে, বাড়িতে বসেই মোবাইল থেকে খুব সহজে ই-কেওয়াইসি করা সম্ভব।

কীভাবে করবেন বাড়িতে বসেই ই-কেওয়াইসি?

আপনার মোবাইলে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। একটি হল ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ এবং অন্যটি হল স্ক্যানার সুবিধাপ্রদানকারী অ্যাপ। সেই সঙ্গে আপনার মোবাইলে থাকতে হবে এমআধার।

প্রথমে ইন্ডিয়ান অয়েলের অ্যাপটি ওপেন করে প্রোফাইল তৈরি করুন। এরপর মেনু থেকে এলপিজি সেকশনটি বেছে নিন। সেখানে ডোমেস্টিক এলপিজি কানেকশন বেছে নিন। এবার এলপিজি ড্যাশবোর্ড স্ক্রিনে ফুটে উঠবে। এখানে ‘আধার কেওয়াইসি’ অপশনে ক্লিক করুন। KYC-তে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন এবং নিচের ‘ফেস স্ক্যান’ অপশনে ক্লিক করুন।

এক্ষেত্রে মোবাইলে থাকতে হবে RD সার্ভিসের ব্যবস্থা। প্লে স্টোর থেকে ‘আধার ফেস আরডি’ অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটি UIDAI এর দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। ওই অ্যাপ্লিকেশনের নির্দেশ অনুযায়ী মুখ স্ক্যান করে তা সাবমিট করলেই আপনার গ্যাসের E-KYC সম্পন্ন হবে।

কিছু টিপস

ই-কেওয়াইসি করার আগে আপনার মোবাইলের ক্যামেরা ভালোভাবে পরিষ্কার করে নিন।
মুখ স্ক্যান করার সময় ভালোভাবে লাইটের সামনে দাঁড়ান।
মুখ স্ক্যান করার সময় চোখ বন্ধ করবেন না।

বাড়িতে বসেই মোবাইল থেকে খুব সহজে ই-কেওয়াইসি করা সম্ভব। এই প্রক্রিয়াটি মেনে চললে ঝামেলা-ঝঞ্জাট এড়িয়ে হাতের মোবাইল থেকেই গ্যাসের KYC করাতে পারেন, যে কোনও ব্যক্তি।