চিকিৎসায় গাফিলতির জেরে রোগীমৃত্যু হলেও ডাক্তারকে ‘শাস্তি’ নয়! বড় ঘোষণা অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা অনুযায়ী, চিকিৎসায় গাফিলতির মামলায় ডাক্তারদের আর শাস্তি হবে না। ফৌজদারি আইনে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার লোকসভায় ন্যায় সংহিতা বিল পাস হওয়ার পর অমিত শাহ বলেন, “বর্তমানে চিকিৎসায় গাফিলতির জেরে কোনও মৃত্যুর ঘটনা ঘটলে সেটিকে আইনের চোখেও অপরাধ হিসেবে দেখা হয়। তুলনা টানা হয় খুনের সঙ্গে। তবে আমি একটি সরকারি সংশোধন আনার প্রস্তাব করছি। এতে চিকিৎসকদের এই অপরাধ থেকে মুক্ত করা হবে।”
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মর্মে অমিত শাহের কাছে আর্জি জানানো হয়েছিল। ফলে চিকিৎসকদের এই অপরাধের বেড়াজাল থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বর্তমানে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ অনুযায়ী, কোনও ব্যক্তির তাড়াহুড়ো বা অবহেলার জেরে অপর কারও মৃত্যু হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। তার দু’বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় হতে পারে। তবে আগামীদিনে সংশোধনের মাধ্যমে এই ধারায় ন্যায় সংহিতায় পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন অমিত শাহ।
এই সিদ্ধান্তে চিকিৎসকদের সংগঠনগুলোর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত চিকিৎসা পেশার প্রতি আস্থা বাড়াবে।
চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মারা গেলেও ডাক্তারদের আর শাস্তি হবে না। এই সিদ্ধান্তে চিকিৎসকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।