Digha : দিঘাতেই হবে এবার ডাইনোসর দর্শন, সাজিয়ে তোলা হচ্ছে ‘জুরাসিক পার্ক’

দিঘায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হতে চলেছে জুরাসিক পার্ক। দীর্ঘদিন বন্ধ থাকা এই পার্কটিকে ঢেলে সাজিয়ে নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে দিঘা সায়েন্স সেন্টার।
২০১০ সালে বিজ্ঞান কেন্দ্রের পিছনে একটি বড় জায়গায় এই বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছিল। সেখানে ডাইনোসরের উৎপত্তি, তার জীবনযাত্রা থেকে শুরু করে সবকিছুই লাইট অ্যান্ড সাউন্ড পদ্ধতির মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা ছিল। পর্যটকদের মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু কয়েক বছর চলার পর নানা কারণে পার্কটি বন্ধ হয়ে যায়।
বর্তমানে ডাইনোসরের মডেলগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। পর্যটকদের পক্ষ থেকে পার্কটিকে ফের নতুন করে চালু করার দাবি তোলা হয়। কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিয়ে নতুন করে পার্কটি সাজানোর পরিকল্পনা নেয়।
নতুন করে সাজানো হবে পার্কটি
নতুন করে সাজানো হবে পার্কটি। বেশকিছু নতুন মডেল বসানো হবে। পার্কটি সংস্কার করা হবে। লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমকে আরও উন্নত করা হবে। আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যে পর্যটকদের জন্যে জুরাসিক পার্কটি চালু করে দেওয়া যাবে।
একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে জুরাসিক পর্ক
একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে জুরাসিক পর্ক দিঘাকে অন্যমাত্রা দেবে বলে মনে করা হচ্ছে। খুদে পর্যটকদের জন্য এই পার্কটি একটি বিশেষ আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে।