মাসে কত টাকা উপার্জন করে কিরণ দত্ত? বং গাইয়ের আয় শুনলে ধনকুবেরাও লজ্জা পাবে

বাঙালি ইউটিউবারদের মধ্যে অন্যতম জনপ্রিয় কিরণ দত্ত। ‘বং গাই’ নামে পরিচিত এই ইউটিউবারটি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরিবারের আপত্তি থাকায় তিনি তা করতে পারেননি। পরে চাকরি করার পর ২০১৮ সালে তিনি অবশেষে ইউটিউব চ্যানেল খোলেন।

কিরণের ইউটিউব চ্যানেলে মূলত রোস্টিং ভিডিও পোস্ট করা হয়। তার রোস্টিং ভিডিওগুলি খুবই জনপ্রিয় হয় এবং দ্রুতই তিনি সাফল্য অর্জন করেন। বর্তমানে তার চ্যানেলে ৩৫ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

সম্প্রতি সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’তে হাজির হয়েছিলেন কিরণ দত্ত। সেখানে সৌরভ গাঙ্গুলী তাকে জিজ্ঞেস করেন, “তুমি মাসে কত টাকা আয় করো?”

কিরণ প্রথমে দ্বিধা করলেও পরে বলেন, “মোটামুটি ১০-১২ লক্ষ টাকা হয়।”

এই কথা শুনে সৌরভ গাঙ্গুলী চমকে যান। তিনি বলেন, “এত টাকা? তাহলে তো তুমি আমাকেও চাকরি দিতে পারো!”

কিরণ হেসে বলেন, “অবশ্যই দিতে পারি।”

কিরণ দত্তের সাফল্যের পেছনে অনেক পরিশ্রম এবং ধৈর্য রয়েছে। তিনি বলেন, “ইউটিউবে সফল হতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়। পাশাপাশি ধৈর্য ধরতে হয়। কারণ, সফল হতে সময় লাগে।”

কিরণের সাফল্য বাঙালিদের জন্য অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন যে, বাঙালিরাও যেকোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে।