OMG! প্রতিরাতে ঘুমের মধ্য়েই বদলে যায় দেশ! কোথায় হয় এমন অবাক করা ঘটনা জানেন?

গতকাল রাতে আপনি ঘুমোতে গেলেন ভারতীয় হিসেবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলেন, আপনি ফরাসি নাগরিক! প্রথম প্রথম আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না। মনে হবে, এটা একটা গল্প। কিন্তু বাস্তবতা কিন্তু ঠিক এই রকম।

ফিজান্ট দ্বীপের অদ্ভুত নাগরিকত্ব ব্যবস্থা

ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থিত ফিজান্ট দ্বীপের বাসিন্দাদের সঙ্গে এমন ঘটনা প্রায়ই ঘটে। কারণ, এই দ্বীপের নাগরিকত্ব পরিবর্তিত হয় প্রতি ছয় মাস অন্তর। অর্থাৎ, এক বছরের মধ্যে একজন ব্যক্তি দুটি দেশের নাগরিকত্বের অধিকারী হন।

পাইরেনিস চুক্তির ফল

এই অদ্ভুত নাগরিকত্ব ব্যবস্থার কারণ হল ১৬৫৯ সালের পাইরেনিস চুক্তি। এই চুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্পেন তাদের মধ্যে বিরোধ মিটিয়ে নেয়। চুক্তির শর্ত অনুযায়ী, ফিজান্ট দ্বীপের উপর ছয় মাস স্পেন এবং ছয় মাস ফ্রান্সের কর্তৃত্ব থাকবে।

চুক্তির ফলে দ্বীপের উন্নয়ন থমকে

এই চুক্তির ফলে ফিজান্ট দ্বীপের উন্নয়ন থমকে যায়। কারণ, দুই দেশের টানাপোড়েনের কারণে দ্বীপে কোনও সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। দ্বীপে নেই কোনও পরিবহন ব্যবস্থা। ফলে দ্বীপে যাওয়া একটি চ্যালেঞ্জ। তবে বছরের একটি নির্দিষ্ট সময়ে দ্বীপটি ভ্রমণের জন্য খুলে দেওয়া হয় পর্যটকদের।

দ্বৈত নাগরিকত্বের নিয়ম

পৃথিবীর সমস্ত দেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম কিন্তু ভিন্ন। সাধারণত দেশের মধ্যে জন্মানো সমস্ত নাগরিক, সেই দেশের নাগরিকত্ব পেয়ে থাকেন। কোনও কোনও দেশ আবার অন্য দেশের নাগরিকদের শর্তসাপেক্ষে দিয়ে থাকেন নাগরিকত্ব। অর্থাৎ, দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকে।

পশ্চিমবঙ্গের ব্যতিক্রম

পশ্চিমবঙ্গের এমন কয়েকটি স্থান আছে যেখানে নাগরিকরা নিজ ভূমিতে পরাধীন। আগে বাংলার বাসিন্দা হলেও, পরে তাদের বসবাসের স্থানটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু স্পেন ও ফ্রান্সের সীমানায় অবস্থিত ফিজান্ট দ্বীপ এ ক্ষেত্রে ব্যতিক্রম।

ফিজান্ট দ্বীপের বাসিন্দাদের জন্য এই অদ্ভুত নাগরিকত্ব ব্যবস্থা একটি চ্যালেঞ্জ। তবে, এটি একটি অনন্য ঐতিহ্যও বটে।