BigNews: ৮০০ স্ট্যাম্প পেপার, ১০ কোটির ফিক্সড ডিপোজিট! জ্যোতিপ্রিয়-র অফিস থেকে কী কী উদ্ধার?

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। রেশন দুর্নীতির তদন্তে নেমে মঙ্গলবার বন দফতরের প্রধান কার্যালয় অরণ্য ভবনে হানা দেয় ইডি। বন দফতরে জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরেও তল্লাশি অভিযান চালায় ইডি।

বালুর ঘরে বিপুল সম্পত্তির হদিশ

১১ ঘণ্টার তল্লাশি অভিযানের পর বিপুল সম্পত্তির হদিশ পেলেন ইডি আধিকারিকরা। বনমন্ত্রীর ঘর থেকে উদ্ধার হয়েছে ধান কেনাবেচার নথি। এছাড়াও সম্পত্তি কেনার কাজে ব্যবহৃত ৮০০টি ‘ব্যাকডেটেড’ স্ট্যাম্প পেপার উদ্ধার হয়েছে। মন্ত্রীর চেম্বার থেকে বালু ও তাঁর পরিবারের একাধিক সদস্যের নামে থাকা ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও এলআইসি পলিসির বন্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি সম্পত্তির নথি হাতে এসেছে তদন্তকারীদের।

নতুন দিকে তদন্তের সম্ভাবনা

ইডি আধিকারিকদের দাবি, বালুর দফতর থেকে এই বিপুল সম্পত্তির হদিশ মেলায় তদন্ত নতুন দিকে মোড় নিতে পারে। বনমন্ত্রীর দফতর থেকে ধান কেনাবেচার নথি উদ্ধার হওয়ার কারণে, প্রশ্ন উঠছে তিনি নিজেই কি ধান কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন? বিপুল পরিমাণ ‘ব্যাকডেটেড’ স্ট্যাম্প পেপার কেন তাঁর দফতরে রাখা ছিল? সেই নিয়েও প্রশ্ন উঠছে। সম্পত্তি কিনে তা আইনত বৈধ করার জন্যই কি স্ট্যাম্প পেপারগুলি ওখানে জড়ো করা ছিল? তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

রেশন দুর্নীতিতে প্রভাবশালী যোগ

রেশন দুর্নীতির তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডির তদন্তকারী আধিকারিকদের। দুর্নীতির তদন্তে নেমে প্রথম গ্রেফতার করা হয় চালকল মালিক বাকিবুর রহমানকে। পরবর্তীকালে গ্রেফতারির মুখে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। একাধিক চালকল মালিক ও ব্যবসায়ীর যোগ সামনে এসেছে। তাঁদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত এখন নতুন কোনও দিকে মোড় নেয় কি না, সেটাই দেখার।