SPORTS: আইপিএলে প্রতি বল করার জন্য যত টাকা পাবেন স্টার্ক-কামিন্স, জানলে অবাক হবেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দামে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৪ কোটি ৭৫ লাখ টাকাতে অজি পেসারকে কিনেছে কেকেআর।
২০২৪ আইপিএলকে সামনে রেখে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে আইপিএল নিলামে ঝড় তুলেছেন আরেক অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী অধিনায়ক পেট কামিন্স। ২০.৫০ কোটি টাকাতে তাকে দলে ভেড়ায় হায়দরাবাদ।
দুই অস্ট্রেলিয়ানের পেছনে প্রায় অর্ধশত কোটি টাকা খরচ করেছে দুই ফ্র্যাঞ্চাইজি! এ অবস্থায় অনেকের মনেই কৌতূহল, এ দুই বোলার প্রতি বল করার জন্য কত টাকা করে পাবেন?
এমন প্রশ্নের উত্তর হচ্ছে- যদি কামিন্স হায়দরাবাদের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতি ম্যাচে চার ওভার বল করেন, তাহলেও প্রতি বল করার জন্য তিনি পাবেন ৬.১ লাখ টাকা।
অপরদিকে শাহরুখ খানের ডেড়ায় স্টার্ক যদি প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন তাহলে বল প্রতি ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। মিচেল স্টার্ক ২০১৫ সালে সর্বশেষ ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছিলেন।