দাউদ ইব্রাহিম কি জীবিত? মুখ খুললেন আন্ডারওয়ার্ল্ড ডনের ছায়াসঙ্গী ছোটা শাকিল

ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম বেঁচে আছে, তবে অসুস্থ। সোমবার সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু বা বিষ খাইয়ে খুনের চেষ্টার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

দাউদের এক সময়ের ডানহাত ছোটা শাকিল CNN-News 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “দাউদ ইব্রাহিম বেঁচে আছে। সে সম্পূর্ণ সুস্থ।”

ছোটা শাকিলের দাবি, “ফেক নিউজ দেখে আমিও হতভম্ব হয়ে পড়েছিলাম। গতকাল আমার সঙ্গে একাধিকবার দেখা হয়েছে দাউদের।”

দাউদ ইব্রাহিমের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই মুম্বই পুলিশ তার পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করে। দাউদের ভাগ্নে জানান, সে সম্প্রতি অসুস্থ হয়েছে। তার শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছে। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। বাড়িতেই তার চিকিৎসা চলছে।

দাউদ ইব্রাহিমের বেয়াই জাভেদ মিয়াঁদাদও সংবাদমাধ্যমে বলেন, “আমায় গৃহবন্দি করা হয়নি। এই খবর সম্পূর্ণ ভুয়ো।

দাউদের ভাগ্নে মীজান ইব্রাহিম বলেন, “আমার চাচা সম্প্রতি কিছুটা অসুস্থ হয়েছিলেন। তবে তিনি এখন সুস্থ আছেন এবং বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হননি।”

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকেও দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরটিকে ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

দাউদ ইব্রাহিম ১৯৮০-র দশকে মুম্বইয়ের এক জনপ্রিয় মাফিয়া ডন হিসেবে আবির্ভূত হন। তিনি ১৯৯৩ সালে মুম্বই বোমা হামলার মূল অভিযুক্ত হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি পাকিস্তানে আত্মগোপন করে আছেন।