IPL 2024: কবে শুরু হবে আইপিএল? টুর্নামেন্ট চলবে কতদিন? নিলামের আগে জানা গেল সম্ভাব্য তারিখ

২০২৪ সালের আইপিএল শুরু হতে পারে মার্চের তৃতীয় সপ্তাহে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলা হতে পারে ২২ মার্চ। পরবর্তী ইন্ডিয়ান প্রিমিয়র লিগ চলবে ২০২৪ সালের মে মাসের একেবারে শেষ পর্যন্ত।
বিসিসিআইয়ের তরফে আইপিএলের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে নির্বাচন কমিশন আগামী লোকসভা ভোটের সূচি জানিয়ে দেওয়ার পরে।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টের জন্যই পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে কেবলমাত্র জোশ হেজেলউডকে পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে না। বিসিসিআইকে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হেজেলউড মে মাসের প্রথম সপ্তাহে যোগ দিতে পারবেন আইপিএলে। যাঁরা শেফিল্ড শিল্ডের ফাইনাল খেলবেন, তাঁদের সামনেও সুযোগ থাকছে ঘরোয়া টুর্নামেন্ট ছেড়ে আইপিএলে মাঠে নামার বিকল্প বেছে নেওয়ার। শেফিল্ড শিল্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে যে, চোট-আঘাত সমস্যা না থাকলে এবং জাতীয় দলের খেলা না থাকলে তাদের ক্রিকেটারদের আইপিএল খেলায় কোনও বাধা নেই। ইংল্যান্ড বোর্ড এখনও তাদের নতুন মরশুমের সূচি চূড়ান্ত করেনি। এদিকে ইংল্যান্ডের রেহান আহমেদ আইপিএল নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।