SSC: ‘সব লুকনোর চেষ্টা করা হচ্ছে…’, SSC-র প্রতি ক্ষুব্ধ আদালত, দেয় হলো বড় নির্দেশ

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) বাছাই প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টের কড়া মন্তব্যে ক্ষুব্ধ এসএসসি। সোমবার আদালতের নির্দেশে হলফনামা জমা দেওয়ার পর বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসএসসির আইনজীবী সুতনু পাত্র বলেন, “২০১১ ও ২০১২ সালের নিয়োগ নিয়ে আদালতের কোনও বাতিলের নির্দেশিকা নেই।” এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বহিষ্কৃত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা।

বিচারপতি বসাকের প্রশ্ন, “যদি আপনি দশজনের সুপারিশ করেন, কিন্তু অন্য দশজন নিয়োগ পান, তাহলে আপনাকে বেআইনি নিয়োগ করার জন্য কেন সিবিআইয়ের কাছে যেতে হবে না? এসএসসি সব লুকানোর চেষ্টা করছে।” এরপরই মধ্যশিক্ষা পর্ষদের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “সুপারিশ পাওয়ার পরে আপনি নিয়োগ দিয়েছেন?” জবাবে বোর্ডের আইনজীবী কোয়েলী ভট্টাচার্য সম্মতি জানান।

এই ঘটনার পর এসএসসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা আদালতের নির্দেশ মেনে হলফনামা দিয়েছি। আমরা মনে করি, আদালত আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছে।”

এদিকে, নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্য। এই ইস্যু নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন SLST-র চাকরি প্রার্থীরা। সম্প্রতি তৃণমূল নেতাক কুণাল ঘোষের মধ্যস্থতায় আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে জট খোলে কি না, সেটাই এখন দেখার।