তৃণমূলের আসন সমঝোতা সূত্র মেনে নেবে কি কংগ্রেস? নজর এবার ‘ইন্ডিয়া’-র বৈঠকে

প্রায় সাড়ে তিন মাস পর মঙ্গলবার আবার বসছে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’। আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

আসন ভাগাভাগির সূত্র:

তৃণমূলের দাবি, যে রাজ্যে যে দল শক্তিশালী, সেই রাজ্যে সেই দলই সেই রাজ্যে শেষ কথা বলবে। এই সূত্রেই মঙ্গলবারের বৈঠকে রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের অবস্থান:

কংগ্রেস এই সূত্র মেনে নেবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের দাবি, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের দর কষাকষির জায়গাটা অনেকটাই সঙ্কুচিত হয়েছে। তাই সাফল্য পেতে তাদের সূত্রই মানতে হবে বলে মনে করছে ঘাসফুল শিবির।

আসন সমঝোতার তাড়াহুড়ো:

অঙ্ক যাই হোক না কেন এবার আসন সমঝোতার ব্যাপারটি দ্রুত নিষ্পত্তি করে ফেলতে হবে বলে মনে করছে জোট নেতৃত্বের অনেকেই। ৩১ ডিসেম্বরের মধ্যেই সেই সিদ্ধান্ত নিতে হবে।

সচিবালয় গঠনের বিষয়ে আলোচনা:

এছাড়া ইন্ডিয়ার একটি সচিবালয় তৈরি বিষয়েও আলোচনা হতে পারে আজকের বৈঠকে। জোটের অর্ন্তভুক্ত দলগুলির মুখপাত্রদের নিয়ে একটি প্যানেল গঠিত হবে। সেই প্যানেলে নিয়ে আজ কথা হতে পারে বলে জানা গিয়েছে।

মঙ্গলবারের বৈঠকের দিকে নজর রাখছে গেরুয়া শিবিরও। বিরোধীদের জোটের আসন ভাগাভাগির বিষয়ে কেমন সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিয়ে বিজেপির কৌশল নির্ধারণ করবে।