“বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনও শক্তি, কাশ্মীরে ৩৭০ ফেরাতে পারবে না”

সুপ্রিম কোর্টের রায়ের পর বিতর্ক অব্যাহত থাকলেও, ৩৭০-এর অবলুপ্তি বহাল রাখার নীতিতে অনড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ব্রহ্মাণ্ডের কোনও শক্তি আর ৩৭০ অনুচ্ছেদকে ফিরিয়ে আনতে পারবে না। তাই আপাতত সকলে ইতিবাচক কাজে মন দিন।”
এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিস্ফোরক দাবি, “কোনও দিন সকালে উঠে হয়তো দেখতে পাবেন, পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা উড়ছে।”
এই পরিস্থিতিতে বিরোধীরা প্রশ্ন তুলছে, তবে কি সামরিক শক্তি ব্যবহার করে পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের সঙ্গে যুক্ত করবে মোদী সরকার?
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর রয়েছে প্রায় তিন হাজার কিলোমিটারের। ৩৭০ ধারা যেদিন কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়, অমিত শাহ সংসদে অনেক লম্বা-চওড়া ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন দখল করব। কিন্তু চিনই এখন লাদাখ দখল করে রয়েছে!
“ভোটের আগে বাজার গরম করতে এই সব কথা বলছে ওরা। আগে পাক অধিকৃত কাশ্মীর থেকে একটা আপেল এনে দেখাক, তার পর তো দখল!”
তৃণমূল বিধায়ক শশী পাঁজার বক্তব্য, “সংসদের নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি থেকে নজর ঘোরাতেই বিজেপি এই সব কথা বলছে।”