তালিকায় সাধুসন্ত থেকে রাজনীতিবিদ, রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিতদের তালিকায় কারা?

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার সাধু-সন্ত এবং সমাজের বিভিন্ন অংশের প্রায় ২,৫০০ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন

ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন আসছে, ২২ জানুয়ারি। এই দিনে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার সাধু-সন্ত এবং সমাজের বিভিন্ন অংশের প্রায় ২,৫০০ বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিশিষ্টদের তালিকায় রয়েছেন খেলাধুলা, চলচ্চিত্র, শিক্ষা জগতের স্বনামধন্য ও পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা। রাজনৈতিক জগতের বহু নামীদামি ব্যক্তিত্বও সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও রামমন্দির আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছিল, সেই সমস্ত করসেবকদের পরিবারও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী প্রথমে কুবের টিলায় যাবেন। সেখানে জটায়ুর মূর্তি পুজো করবেন। পুরনো শিব মন্দিরেও পুজো করবেন মোদী। এরপর তিনি যাবেন প্রাণপ্রতিষ্ঠার স্থানে। গর্ভগৃহে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। পুজো অনুষ্ঠান, আরতিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রধান পুরোহিত হিসাবে হাজির থাকবেন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিত। আরতি শেষে আগত বিশেষ অতিথিদের মঞ্চে স্বাগত জানাবেন ট্রাস্টের সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। সেদিন প্রধানমন্ত্রী বৃক্ষরোপণও করতে পারেন। পুরো অনুষ্ঠান চলবে প্রায় এক থেকে দেড় ঘণ্টা।

রামমন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিতর সংখ্যা ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি। তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বর্তমান ক্রিকেটার বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, অভিনেতা অমিতাভ বচ্চন-সহ আরও অনেকে।