শ্যুটিং থেকে ফিরেই হার্ট অ্যাটাক শ্রেয়স তলপাড়ের, জেনেনিন এখন কেমন আছেন তিনি?

বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ে বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন। মুম্বইয়ের বেলি ভিউ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

অভিনেতার শারীরিক অবস্থা:

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ শ্রেয়সের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। সেইসঙ্গে তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের অবজারভেশনে রয়েছেন।

অভিনেতার শ্যুটিং:

শ্রেয়স তলপাড়ে বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শ্যুটিং করছিলেন। বৃহস্পতিবারও তিনি এই সিনেমার শ্যুটিং করেছিলেন। সারাদিনের শ্যুটিং শেষ করে বাড়ি ফেরার পর তিনি শারীরিক অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গেই তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি করে দেন।

অভিনেতার ভবিষ্যৎ পরিকল্পনা:

শ্রেয়স তলপাড়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। তবে তাঁর এই শারীরিক অবস্থায় কতদিন বিশ্রামে থাকতে হবে, সেই ব্যাপারে চিকিৎসকরা এখনও কিছু জানাতে পারেননি।

শ্রেয়স তলপাড়ের হৃদরোগের আক্রমণের খবর শুনে গোটা দেশজুড়ে সহানুভূতির বন্যা বইতে শুরু করেছে। তার সহকর্মী, ভক্তরা তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।