‘অযোগ্য’ হয়েও আবাসে ঘর! সকলকে বেঁধে দেওয়া হল টাকা ফেরানোর ‘ডেডলাইন’

আবাস যোজনায় বাড়ি নির্মাণের জন্য কেন্দ্র সরকার টাকা দিয়েছে। কিন্তু, এই প্রকল্পে যোগ্য না হয়েও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একাধিকজনের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি এবং নামখানায় ২৭ জন এবং আট জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রায়দিঘির জন্য সময়সীমা পার হয়ে গিয়েছে। কিন্তু, নামখানাতে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় ধার্য করা হয়েছে।

এখনও পর্যন্ত রায়দিঘিতে মাত্র একজন টাকা ফেরত দিয়েছেন। নামখানায় কেউ টাকা ফেরত দেননি।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। এই মামলার প্রেক্ষিতেই জেলা প্রশাসনকে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের নির্দেশ দিয়েছিল আদালত।

জেলা প্রশাসনের তদন্তে দেখা যায়, রায়দিঘি এবং নামখানার অনেকে পাকা বাড়ি থাকার পরেও আবাস যোজনায় টাকা পেয়েছেন। কয়েকজন টাকা নিয়ে এখনও বাড়ি তৈরি করেননি।

উল্লেখ্য, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল রাজনৈতিক মহলের একাংশ। বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য বাংলায় এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

দক্ষিণ ২৪ পরগনাতেও যায় তারা। সেখানে সোনারপুর এবং বারুইপুর এই দুটি ব্লকে যান কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা। সেখানে কারা কারা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন এবং সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টিও সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।