BigNews: ১৪ মাস থেকে ‘ঝোলাচ্ছে’ রাজ্য, ৯ম ও ১০ম নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে CBI

গত বছর থেকে পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় শোরগোল চলছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা পরেশ অধিকারীসহ একাধিক নেতা-বিধায়ক ও শিক্ষা দফতরের আধিকারিকরা গ্রেফতার হয়েছেন। তদন্ত চলছে।

এই মামলায় সিবিআই গত বছর অক্টোবরে চার্জশিট দাখিল করে। চার্জশিটে থাকা সরকারি আধিকারিকদের নামে অনুমোদন চেয়ে মুখ্যসচিবের কাছে চিঠি পাঠায়। কিন্তু এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি রাজ্য সরকার।

সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে এই মামলার শুনানিতে সিবিআই জানায়, অনুমোদন না দেওয়ার কোনও কারণ জানানো হয়নি। আর সেই অনুমোদন না মেলায় এখনও পর্যন্ত নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করতে পারেনি সিবিআই।

নিয়ম অনুযায়ী, সরকারের কাছে অভিযুক্তদের জন্য অনুমোদন চাইলে তার তিনমাস সময়ের মধ্যে সরকারকে অনুমোদন দিতে হয়। কিন্তু ১৪ মাস পরেও রাজ্য তরফে কোনও অনুমোদন মেলেনি।

সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, সরকার অনুমোদন দিচ্ছে না বলে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ করতে পারছে না আদালত।

রাজ্যের অসহযোগিতার বিষয়ে আদালতের প্রতিক্রিয়া

আদালত এই বিষয়ে রাজ্যের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। আগামী শুনানির জন্য মামলা স্থগিত করা হয়েছে।

আদালতের এই নির্দেশের পর রাজ্যের অসহযোগিতার বিষয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, রাজ্য সরকার এই মামলায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।