‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তি, কতদূর পড়াশোনা করেছেন এই অভিনেত্রী?

‘পোস্টার বয়েজ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ‘বুলবুল’ এবং ‘কালা’ ছবিতে অভিনয় করে বেশ নজর কেড়েছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু সেভাবে আলোচনায় ছিলেন না। ‘কালা’ সিনেমার গানগুলো সোশ্যালে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও আমজনতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হননি অভিনেত্রী।

কিন্তু সদ্য মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ সিনেমায় কয়েকটি দৃশ্যে হাজির হয়েই রীতিমতো আলোচনায় চলে এলেন এই অভিনেত্রী। ছবিতে তাকে দেখা গেছে জোয়া রিয়াজ চরিত্রে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যের স্থিরচিত্র ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। সোশ্যালে তার ছবি যে পরিমাণে ভাইরাল হয়েছে তাতে এখন তাকে ‘ন্যাশনাল ক্রাশ’ও বলা হচ্ছে!

চর্চিত দৃশ্যটির শুটিং দিনের কথা স্মরণ করে তৃপ্তি বলেছেন, ‘সেই দিন সেটে মাত্র চারজন উপস্থিত ছিলেন। সেটে ছিলাম আমি, রণবীর, সন্দীপ স্যার আর ডিওপি। অন্য কারও থাকার প্রয়োজন ছিল না বলে সেটে আর কেউ ছিলেন না। পাঁচ মিনিট অন্তর তারা আমাকে জিজ্ঞেস করতেন যে আমার কোনো অসুবিধা হচ্ছে না তো। আমি স্বচ্ছন্দ বোধ করছি তো। আপনার আশপাশের মানুষেরা যখন আপনাকে এতটা সাপোর্ট দেন, আর আপনাকে সব রকম স্বচ্ছন্দ অনুভব করান, তখন আপনার কোনোভাবেই অস্বস্তি বোধ হবে না।’

অভিনেত্রী আরও বলেন, ‘নিশ্চয় অনেক মানুষ জানেন না যে এসব দৃশ্য কীভাবে শুট করা হয়। আর সেটের পরিবেশ কেমন থাকে। তাদের কল্পনাশক্তি এক অন্য দিশায় নিয়ে যায়। আসল সত্যিটা সেসব মানুষের কাছে নিশ্চয় আশ্চর্যজনক। সত্যি বলতে আমি সেই দৃশ্যের সময় স্বচ্ছন্দ ছিলাম। আর আমার চরিত্র যা দাবি করবে, আমি নিশ্চয় তা করব।’

সোশ্যাল মিডিয়াযতে বেশ সরব তৃপ্তি। ‘অ্যানিমেল’ মুক্তির পর, তৃপ্তির সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে বেড়েছে তার ফলোয়ার।

তৃপ্তির জন্ম ২৩ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে উত্তরাখণ্ডে। একজন দুর্দান্ত অভিনেত্রী, পড়াশোনায়ও খুব স্মার্ট তৃপ্তি। টাইমস নাও-এর মতে, তৃপ্তি দিমরি ডিপিএস ফিরোজাবাদ থেকে তার স্কুলিং শেষ করেছেন। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী অরবিন্দ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি রয়েছে তার। পরে তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিটিআই) পুনে থেকে অভিনয়ের কোর্স করেন।