
বাঁকুড়ার একটি বেআইনি নার্সিং কলেজের বিজ্ঞাপনের ফলে প্রতারিত হয়েছিলেন আটজন পড়ুয়া। তাদের অভিযোগ, ওই কলেজের বিজ্ঞাপনে কেন্দ্র সরকারের অনুমোদনের কথা বলা হয়েছিল। কিন্তু, পরবর্তীতে দেখা যায় যে কলেজটির কোনো বৈধতা নেই।
এই ঘটনায় পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ওই কলেজের ডিরেক্টরদের গ্রেফতারির নির্দেশ দেয়। পাশাপাশি, রাজ্যের সমস্ত বৈধ নার্সিং কলেজগুলির তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় আদালত।
আদালতের এই নির্দেশের ফলে রাজ্যে নার্সিং শিক্ষা নিতে আগ্রহী পড়ুয়াদের জন্য একটি সুবিধা হবে। তারা এই তালিকা দেখে সহজেই জানতে পারবেন কোন নার্সিং কলেজটি বৈধ এবং কোনটি বেআইনি।
আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই রাজ্য নার্সিং কাউন্সিল এই তালিকা প্রকাশ করবে। তালিকাটি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও, RNI নম্বরযুক্ত ইংরেজি এবং বাংলা সংবাদপত্রে বিজ্ঞপ্তিও জারি করা হবে।
এদিকে, মামলাকারীর আইনজীবী ওই পড়ুয়াদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি, তাঁদের ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়েছে।