ভারতেই তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জি পার্ক, দেখা যাবে মহাকাশ থেকেও

ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানি আবারও নয়া নজির গড়তে চলেছেন। এবার তিনি ভারতে বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জি পার্ক তৈরি করতে চলেছেন। এই পার্কটি কচ্ছের রণে অবস্থিত হবে এবং এটি মহাকাশ থেকেও দেখা যাবে।
এই পার্কের নামকরণ করা হয়েছে “খাবড়া পুনর্নবীকরণ এনার্জি পার্ক”। এটি গুজরাটের ভুজ জেলার খাবড়ার কাছে তৈরি করা হচ্ছে। পার্কটিতে মোট ৭২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সৌর এবং বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এই পার্কটি সম্পূর্ণ হলে এটি থেকে প্রায় ৩০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এই পরিমাণ বিদ্যুৎ দ্বারা দু’কোটিরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
এই প্রকল্পের জন্য প্রায় ২.২৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা।
এই প্রকল্পের মাধ্যমে ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হবে।
প্রকল্পের চ্যালেঞ্জ
এই প্রকল্পের একটি বড় চ্যালেঞ্জ হল যে এলাকায় এটি তৈরি করা হচ্ছে সেটি জনবসতিহীন। এছাড়াও, এলাকাটি উচ্চ ভূমিকম্প-প্রবণ এবং হাওয়ার বেগও যথেষ্ট বেশি। এই কারণে প্রকল্পটির কাজ বেশ কঠিন হবে।
পরিবেশগত প্রভাব
পরিবেশবিদদের একাংশ এই প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, প্রকল্পের জেরে পরিবেশের ওপর কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়বে।
তবে, আদানি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রকল্পটি পরিবেশবান্ধব হবে এবং এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।