‘চাকরি দিন’, ধরনার ১০০০ দিনে মাথা মুড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা চাকরি প্রার্থী

এসএলএসটি চাকরিপ্রার্থীদের ১০০০ দিনের আন্দোলন অব্যাহত রয়েছে। শনিবার ধর্মতলায় মাথা মুড়িয়ে বিক্ষোভে সামিল হন রাশমণি পাত্র নামক এক চাকরিপ্রার্থী। এদিন কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, “বাহ্যিক সৌন্দর্য্যের দরকার নেই। আমরা চাই জীবনটা সুন্দর হোক। একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ পেতে চাই।”
নবম এবং দ্বাদশ স্তরের মেধাতালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন। এবার আন্দোলনকারীদের পক্ষ থেকে মাথা মুড়িয়ে বিক্ষোভের এই পদক্ষেপ নেওয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
রাসমণি এদিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। সরকার দীর্ঘদিন ধরেই উদাসীন। আমাদের নিয়োগ কবে হবে জানান। অনেক চেষ্টা করেছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করার জন্য বহু চেষ্টা করেছি। কিন্তু, তা সম্ভব হয়নি। গান্ধীমূর্তির নীচে এসে দেখুন। আমাদের বাহ্যিক সৌন্দর্য্যের দরকার নেই। সমাজে আমরা অবহেলিত এবং লাঞ্ছিত।” তিনি এদিন বুদ্ধিজীবীদের পথে নেমে আন্দোলনের ডাক দেন।