অগ্নিপথ: ৩ দিনে বিমান বাহিনীতে জমা ৫৬,৯৬০টি আবেদন, চলবে ৫ জুলাই পর্যন্ত

ভারতীয় সেনাবাহিনীতে ‘অগ্নিপথ’ প্রকল্প ঘোষণা হওয়ার পরেই দেশজুড়ে শুরু হয় বিটার ও বিক্ষোভ। বিক্ষোভ প্রদর্শন করেন সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী যুবকরা। তবে তার মাঝেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া ভারতীয় বিমান বাহিনী রবিবার পর্যন্ত অগ্নিপথ নিয়োগ প্রকল্পের অধীনে ৫৬,৯৬০টি আবেদন পেয়েছে। শুক্রবার থেকে এই আবেদন গ্রহণ করা শুরু হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর তরফে রবিবার টুইটে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৫৬,৯৬০টি আবেদন জমা পড়েছে। শুক্রবার থেকে বিমান বাহিনী আবেদন নিতে শুরু করেছে। ৫ জুলাই পর্যন্ত অগ্নিপথ প্রকল্পের অধীনে বিমান বাহিনীতে আবেদন করা যাবে। অগ্নিপথ প্রকল্পের অধীনে ১৭ থেকে ২৩ বছরের যুবকরা আবেদন করতে পারবেন। অগ্নিপথ প্রকল্পের অধীনে মেয়েরাও আবেদন করতে পারবেন বলে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় সরকার ‘অগ্নিপথ’ নামে নতুন সশস্ত্র বাহিনী গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে। এই বাহিনীর জন্য ৪৫ হাজার তরুণ সেনা নিয়োগ করা হবে।

নতুন বাহিনী অগ্নিপথ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বেতন ও পেনশন খরচ কমিয়ে আনা এবং জরুরি অস্ত্র কেনার অর্থ সংগ্রহ করা। চার বছর মেয়াদে সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সিদের নিয়োগ দেওয়া হবে। এই চার বছরের মধ্যে ছয় মাসের প্রশিক্ষণও পাবেন বাহিনীটির সদস্যেরা।

আগামী বছরের জুলাইয়ের মধ্যে ভারতের নতুন বাহিনী অগ্নিপথ নিয়োগসহ অন্যান্য কার্যক্রম সেরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

বাহিনীটির সদস্যদেরকে অগ্নিবীর আখ্যা দেওয়া হবে। এতে নিয়োগ পেতে অন্য সামরিক বাহিনীর মতোই শিক্ষাগত যোগ্যতা লাগবে। চার বছর মেয়াদ শেষে ২৫ শতাংশ অগ্নিবীরকে অন্য সামরিক বাহিনীতে নিয়ে নেওয়া হবে। সেখানে তারা ১৫ বছরের জন্য চাকরি করতে পারবেন। বাকি যে ৭৫ শতাংশ চাকরি ছেড়ে দেবেন তারা পেনশন পাবেন না। তবে ১১ থেকে ১২ লাখ টাকার বিশেষ প্যাকেজ রাখা হয়েছে তাদের জন্য।