CORONA: ভারতে ৪৫% হারে বাড়লো করোনা, উদ্বেগ বাড়ছে প্রশাসনের

আজ দেশজুড়ে এক ধাক্কায় অনেকেরই বাড়লো করোনা। দেশজুড়ে ৪৫ শতাংশ হারে বেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭২ জন। যা রবিবারের পরিসংখ্যানে ছিল ১১ হাজার ৭৩৯ জন।

এদিন করণাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের । এই নিয়ে দেশে মোট মৃতের সাঙ্খ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২০ জন। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করণামুক্ত হয়েছেন ১৫ হাজার ২০৮ জন। বিশেষজ্ঞরা আশংকা করছেন করণের চতুর্থ ঢেউয়ের।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।