BigNews: ত্রিপুরায় ভরাডুবি TMC-র, ভালো ফল করলো BJP

ত্রিপুরার উপনির্বাচনে ৩ টি আসনেই TMC লাভ করেছে চতুর্থ স্থান। ভোট পাওয়ার নিরিখে বেশিরভাগ আসনেই তিন সংখ্যাত গন্ডি পেরোতে পারেনি তৃণমূল। ত্রিপুরার সুরমা আসনে শুধুমাত্র ১০২০ টি ভোট পেয়েছেন তৃণমূল প্রাথী অর্জুন নমশূদ্র।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তৃণমূল ভোট পেয়েছে মাত্র ২.৯১ শতাংশ। সেখানে ত্রিপুরায় বিজেপি ভোট পেয়েছে ৪৫.২০ শতাংশ। এখনো ম্পর্যন্ত ২ টি আসনে জয়ী ঘোষিত হয়েছে একটিতে কংগ্রেস ও অন্য আসনে চলছে গণনা।

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদ ধরে রাখার জন্য নির্বাচনে লড়াই করেছেন বিজেপি নেতা মানিক সাহা। এই প্রথমবার নির্বাচনে দাঁড়ালেন তিনি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানাগেছে টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে জয়ী হয়েছে ত্রিপুরার (Tripura) নতুন দায়িত্ব পাওয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা।

তবে সারা জাগালেও আশানুরূপ ফলাফলের দোর গোড়ায় নেই TMC ও CPIM। তবে মন্দার বাজারে ভালো ফল করেছেন বিজেপি থেকে কংগ্রেসে ফিরে যাওয়া সুদীপ রায় বর্মন। সবমিলিয়ে ৪ টি আসনের মধ্যে ৩ টি তেই বিজয়ের পথে বিজেপি ও ১ টি তে কংগ্রেস।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy