‘সাহস থাকলে শিবসেনা ছেড়ে দিন’-বিদ্রোহী গোষ্ঠীকে চ্যালেঞ্জ আদিত্য ঠাকরের

এইমুহূর্তে মহারাষ্ট্র সরকারের যদি টলমল। শিবসেনার অন্দরে বিদ্রোহ ঘোষণা করে একাধিক বিধায়ক কে সাথে নিয়ে বিজিপি শাসিত রাজ্য অসমের গুয়াহাটিতে একটি হোটেলে আস্তানা গেড়েছেন একনাথ শিন্ডে।
মহারাষ্ট্রের রাজনীতিতে চলছে ‘মহানাটক’। ক্রমশ পরিস্থিতি জটিল থেকে জটিল হচ্ছে। তার মাঝেই মহারাষ্ট্রের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে কে দল ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে মুখ খুলেছেন। বিদ্রোহী বিধায়কদের উদ্যেশে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পুত্র। তিনি জানিয়েছেন সাহস থাকলে মাঠে নেমে লড়াই করুক বিদ্রোহী বিধায়করা।
আদিত্য ঠাকরে বলেছেন, “যদি ক্ষমতা থাকে তবে শিবসেনা ছেড়ে দিন। তারপর লড়াই করুন। যদি মনে করেন যে আমরা যা করেছি তা ভুল, উদ্ধবজির নেতৃত্ব ভুল, বাকি দলীয় নেতাদের কথা ভুল, তাহলে পদত্যাগ করুন এবং নির্বাচনে মুখোমুখি হন। আমরা প্রস্তুত”।
গতকাল মহারাষ্ট্রের এমন পরিস্থিতির মাঝে বৈঠক করে শিবসেনা নেতৃত্ব। যেখানে শিবসেনার পূরণ ক্ষমতা দেওয়া হয়েছে উদ্ধব ঠাকরেকে। সেই বৈঠক থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে বালা সাহেবের নাম নিয়ে কোনো রকম অনাচার করা যাবেনা। যদি এমন বিষয় প্রকাশ্যে আসে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বালাসাহেব ঠাকুরের পুত্র উদ্ভব ঠাকরে।