BigNews: ত্রিপুরায় জিতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, খাতাই খুলতে পারলো না TMC ,CPIM

আজ রবিবার উত্তর প্রদেশ ও ত্রিপুরা সহ গোটা দেশের একাধিক লোকসভা ও বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচনের গণনা।ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ত্রিপুরার ৪ কেন্দ্রের ফলাফল। ত্রিপুরায় এবারেও বরাবরের মতো তাদের ক্ষমতা বজায় রাখলো বিজেপি। অপরদিকে ত্রিপুরায় মাটি আঁকড়ে পরে থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পিছিয়ে সব আসনে।
ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদ ধরে রাখার জন্য নির্বাচনে লড়াই করেছেন বিজেপি নেতা মানিক সাহা। এই প্রথমবার নির্বাচনে দাঁড়ালেন তিনি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানাগেছে টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে জয়ী হয়েছে ত্রিপুরার (Tripura) নতুন দায়িত্ব পাওয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা।
তবে সারা জাগালেও আশানুরূপ ফলাফলের দোর গোড়ায় নেই TMC ও CPIM। তবে মন্দার বাজারে ভালো ফল করেছেন বিজেপি থেকে কংগ্রেসে ফিরে যাওয়া সুদীপ রায় বর্মন। সবমিলিয়ে ৪ টি আসনের মধ্যে ৩ টি তেই বিজয়ের পথে বিজেপি ও ১ টি তে কংগ্রেস।