বরুণ-কিয়ারা অভিনীত ‘যুগ যুগ জিয়ো’, জেনেনিন ২ দিনে মোট আয়

বক্স অফিসে শনিবারটা বেশ ভালো গেল বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানির এন্টারটেইনার ‘যুগ যুগ জিয়ো’। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে গতকাল সংগ্রহ বেড়েছে ৪০ শতাংশ।

বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবরে পূর্বাভাস, শনিবার ‘যুগ যুগ জিয়ো’ সিনেমার বক্স অফিস সংগ্রহ ১২.৫০ থেকে ১৩ কোটি টাকা । সেই হিসাবে দুদিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ২২ কোটি টাকা ।

মুম্বাই ও দিল্লিতে সিনেমাটির পারফরম্যান্স বেশ ভালো। সন্ধ্যা ও রাতের শো ভালো চলছে। শনিবারের সংগ্রহ ইতিবাচক লক্ষণ।

এ বছর ভালো যাচ্ছে না বলিউডের। হালে কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া টু’ ছাড়া আর কারও সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

বলিউড হাঙ্গামা বলছে, আজ রোববার সাপ্তাহিক ছুটির দিনে যদি জয়পুর, লক্ষ্ণৌ, সুরাত ও আহমেদাবাদে ভালো করে, তবে এ সিনেমার জন্য হবে তা আশাব্যাঞ্জক। তাহলে মুক্তির প্রথম সপ্তাহান্তে ৩৫ কোটি টাকা ঘরে তুলতে পারবে সিনেমাটি।

রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিয়ো’ মুক্তি পায় ২৪ জুন। এ সিনেমায় নীতু কাপুর অভিনয় করেছেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy