পোস্টার চুরির অভিযোগ, নেটিজেনদের তোপের মুখে শাহরুখের ‘পাঠান’

বলিউডে তিন দশক আজ পূর্ণ করেছেন শাহরুখ খান। এই বিশেষ দিনে  কিং খান তার বহুপ্রতিক্ষীত ছবি ‘পাঠান’-এর পোস্টার শেয়ার করেছেন। শাহরুখ-ভক্তরা অভিনেতার নতুন ছবির পোস্টার দেখে বেশ উচ্ছ্বসিত।

তবে সেই পোস্টারে কপির অভিযোগ তুলে অভিনেতা-সমালোচক কেআর। সেই সঙ্গে বের করেছেন এক গাদা খুঁতও। তিনি ‘পাঠানের’ পোস্টারের সঙ্গে হলিউড ছবির পোস্টার কপির মতো অভিযোগও তুলেছেন তিনি। ইদরিশ এলবার হলিউড সিনেমা ‘বিস্ট’-এর পোস্টার কপি করেছেন শাহরুখ খান ও তার পরিচালক দাবি কেআরের।

কেআরকে টুইটে লিখেছেন, ‘হে ঈশ্বর! কপিউড কখনই উন্নতি করবে না! পোস্টারটিও চুরি হয়েছে। পোস্টারও আসল বানাতে পারল না!’

পাঠানের পোস্টার প্রকাশের কিছুক্ষণ পরে, একাধিক টুইট করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘ভাইজান শাহরুখ খান, শুধু এক হাতে হাতকড়া? আর বন্দুকটা ঠিকমতো ধরতেও পারেননি। সিনেমাটাও এমনই হবে!’

পরক্ষণে আরও একটি টুইটে লিখেছেন, ‘আমার একটি সহজ প্রশ্ন… পরিচালক, অভিনেতা এবং প্রযোজক যদি একসঙ্গে মন দিয়ে একটি ভালো যুক্তিযুক্ত পোস্টার তৈরি করতে না পারেন, তবে তারা একটি ভালো ছবি কীভাবে তৈরি করবেন। নব্বই দশকে এসব দেখানো চলত, কিন্তু এখন এসব চলে না।’

নেটমাধ্যমে কেআরকে-এর এই টুইট রীতিমতো শোরগোল ফেলেছে। শাহরুখের আসন্ন সিনেমার পোস্টার ঘিরে তুমুল চর্চা চলছে।

প্রায় ৫ বছর পর ‘পাঠান’ দিয়ে কামব্যাক করছেন শাহরুখ খান। সবশেষ ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এই ছবিতে তার সঙ্গে কাজ করছেন দীপিকা পাড়ুকোন। অন্য চরিত্রে রয়েছেন জন আব্রাহামও। পরিচালক সিদ্ধার্থ আনন্দের দাবি, অ্যাকশন ঘরানার ছবির ক্ষেত্রে নতুন মাইলফলক সৃষ্টি করবে এই ছবি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পাঠান’। হিন্দি, তামিল এবং তেলুগু তিন ভাষায় মুক্তি পাবে এই ছবি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy